আপনার মোবাইলে কেহ বারবার কল করে বিরক্ত করে? দেখুন এটা আপনার জন্য
activate miss call alert bangladesh prepaid customer |
পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল’ই আছে, আমিও আপনাদের
দোয়াতে ভাল আছি। অনেক দিন ধরে আপনাদের কিছু দেয়া হয় না, যদিও আজ যেটা শেয়ার
করব তা হেড লাইন দেখেই বুঝতে পেরেছেন, এবং হয়তো এটা আগে থেকেই অনেকে
জানেন, যদি যেনে থাকেন তাহলে এটা পড়ে অযথা সময় নষ্ট করিয়েন না। অন্য কাজে
যান
।অনেক সময় বিভিন্ন লোকের মোবাইলে বিভিন্ন রকম লোকে কল করে প্রয়োজেন আবার বিরক্ত করার জন্য। তখন আমরা বিরক্তকর কলারের হাত থেকে বাঁচার উপায় খুজি, তবে বর্তমানে বিভিন্ন চায়না সেটে কল ব্লক সার্ভিস এর একটি মেনু অটোমেটিক পাওয়া যায়। সেটা ফ্রিতেই ব্যবহার করা যায়। কিন্তু যাদের এই অপশন নেই তারা কি করবে? আবার মোবাইল কম্পানি কল ব্লগ সার্ভিস দিয়ে থাকে, কিন্তু তাতে তাদের মাসে 35 থেকে 50 টাকা দিতে হয়, চার্জ হিসেবে। তাই আমার দেয়া পদ্ধতি দেখতে পারেন যা সম্পূর্ণ ফ্রি এই সকল উপায়ে ট্রেই করতে পারেন।
পদ্ধতি ১. প্রথমে আপনার মোবাইলের কল সেটিং থেকে Call Divert অপশনে যান। এবার Divert when busy থেকে If busy থেকে Activate এ ওকে করুন এবার দেখুন সেখানে To other number নামে একটি অপশন আছে সেখানে অপারেটর অনুযায়ী নাম্বরটি চাপুন।
. গ্রামীন ব্যবহারকারীরা 1266 চাপুন।
. রবি ব্যবহারকারীরা 8121 চাপুন।
. এয়ারটেল ব্যবহারকারীরা 789 চাপুন।
. বাংলালিংক ব্যবহারকারীরা 770 চাপুন।
নাম্বারটি উঠানো হলে এবার ওকে প্রেস করুন, ব্যাস আপনার কাজ শেষ। এখন থেকে আপনাকে কেহ কল করলে একটু কষ্ট করে কেটে দিন, রিসিভ করবেন না, তাহলে’ই তার মোবাইলে অহেতুক কল চার্জ কাটা শুরু হয়ে যাবে। আবার যদি এই অপশনটি বন্ধ করতে চায় তাহলে আবার Call Divert অপশন থেকে Divert when bust/If busy থেকে Cancel সিলেক্ট করে ওকে প্রেস করুন।
পদ্ধতি ২. Android মোবাইল ব্যবহারকারীরা এই Apps টি ব্যবহার করতে পারেন Call Blocker এটি অনেক সুন্দর একটি Apps এটিতে যেসকল ফিচার পাবেনঃ-
. প্যাটার্ন অথবা নাম্বার দুটা দিয়েই আপনি লক করতে পারবেন।
. যে কোন ধরণের Apps লক করে রাখতে পারবেন।
. incoming call লক করে রাখতে পারবেন।
. আরো অনেক কিছু, যা দেখলেই বুঝতে পারবেন।
ডাউনলোড লিংঙ্কঃ এখানে ক্লিক করুন।
পদ্ধতি ৩: Handy Blacklist Full নামের সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন ডাউনলোড লিংঙ্কঃ এখানে ক্লিক করুন।
ফুল ভার্সন করতে এই কোডটা ব্যবহার করুন: 34724364-44409503
এটি শুদু নকিয়া s60v3/s60v5 মডেলের মোবাইলে চলবে।
তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের সাথে থাকুন। ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার মোবাইলে কেহ বারবার কল করে বিরক্ত করে? দেখুন এটা আপনার জন্য
Reviewed by sohel
on
09:08
Rating:
Geen opmerkings nie: