SEO ফোরাম সাইট থেকে যেভাবে পাবেন Backlink


গত পর্বে আমি বলেছিলাম Backlink কি ,কেন এর প্রয়োজনীয়তা ইত্যাদি।আজ আমি on page  optimization  মাধ্যমে কিভাবে ফোরাম সাইট গুলো থেকে ব্যাকলিংক পাওয়া যায় সে বিষয় নিয়ে আলোচনা করবো।
ফোরাম সাইট কেমন উপযোগী Backlink কের জন্য
আপনার সাইটের ব্যাকলিংক এর জন্য ফোরমান সাই খুবই উপযোগী।এক কথায় বলতে গেলে Dofollow ব্যাকলিংক এর জন্য ফোরাম সাইট গুলো অসাধারণ।আর আপনি আপনার সাইটের ব্যাকলিংক পেতে পারেন পোষ্টের মাধ্যমে ,সিগন্যাচার ও কমেন্ট এর মাধ্যমে।যারা টুকিটাকি ফোরাম সাইটে ঘোরাঘুরি করেন তারা এই বিষয়ে বেশ ভালোই জানবেন আশা করি।
আর ব্যাকলিংক এর জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ তা হলো Dofollow Backlink।যেটা ফোরাম সাইটের সবসময় বিল্ড আপ অবস্থায় থাকে।আর এখানেই বড় সুবিধা।কেননা নো ফলো লিংক Backlink কের জন্য কোন মূল্য নেই।
আসুন একটু দেখে নেই কিভাবে ফোরামের জন্য ব্যাকলিংক তৈরী করবেন।
রেজিষ্ট্যেশন :
আপনি যে ফোরামে আপনার সাইটের Backlink তৈরি করবেন সেটাতে রেজিষ্ট্যেশন করুন।উদাহারণ হিসাবে আমি আপনাদেরকে http://forums.webconfs.com/ ব্যবহার করে দেখাবো।
প্রথমে ফোরামে প্রবেশ করে Register এ ক্লিক করুন।
এবার আপনি ফোরাম এর রুলস এ সম্মতি প্রদান করে Register এ ক্লিক করুন।
এবার আপনার সামনে যাবতীয় তথ্য দিয়ে তা সম্পূর্ণ করুন।এবার ইমেইল ভেরিফিকেশন এর মাধ্যমে আপনার যাবতীয় কার্য সম্পাদন করুন।
প্রোফাইল সেটিং করুন
রেজিষ্ট্যেশন শেষ হয়ে গেলে এর পর আপনার কাজ হবে আপনার প্রোফাইল সেটিং করতে হবে।সবসময় মনে রাখবেন যে আপনি কখনো স্প্যামিং এর জন্য ফোরামকে ব্যবহার করবেন না।সবসময় কমেন্ট বা পোস্ট করুন বিষয় ভিত্তি অনুসারে।চেষ্টা করুন কোন বিষয় নিয়ে আলোচনা করতে।
যাই হোক প্রোফাইলে গিয়ে দেখবেন যে Home Page URL এর অপশন আছে।ওখানে আপনি আপনার সাইটের লিংক ব্যবহার করুন।তাছাড়া অন্য বিষয় গুলো না দিলেও চলবে।
সিগ্যনেচার সেটিং করুন
Backlink এর জন্য এটাই আপনার সবচেয়ে বড় কাজ ।এর জন্য আপনি আপনার কন্ট্রোল প্যানেল থেকে Edit Signature এ যান।এবার ওখান থেকে আপনি আপনার সাইটের জন্য একটি কী-ওয়ার্ড বাছাই করুন।যেমন আমি আমার সাইটের জন্য কী-ওয়ার্ড ব্যবহার করেছি SEO Tutorial ।আপনি এখানে কখনোই শুধুমাত্র সাইটের লিংক ব্যবহার করবেন না।কেননা আপনি যদি আমার মত কী-ওয়ার্ড ব্যবহার করেন তাহলে সেটা ব্যাকলিংক এর এনকোর টেক্স হিসাবে ব্যবহারিত হবে।এই এনকোর টেক্স Backlink ও সার্চ ইন্জিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।এবার আপনি এই লেখাটিকে সিলেক্ট করে আপনি ইমেজে দেখানো অংশে ক্লিক করে হাইপারলিংক এ আপনার সাইটের লিংক যোগ করুন।
এবার Save Change এ ক্লিক করে বের হয়ে আসুন।এবার যখনই আপনি ঐ ফোরামে কোন পোষ্ট বা কমেন্ট করবেন তখন সেখানেই আপানর সাইটের লিংক দেখতে পাবেন।
আপনি ফোরামের রুলস অনুযায়ী এক বা একাধিক লিংক ব্যবহার করতে পারেন।
পোষ্ট ও কমেন্ট করুন
ব্যাকলিংক পাবার জন্য আপনাকে ফোরাম গুলোতে কমেন্ট ও পোষ্ট করতে হবে।প্রথম দিকে কমেন্ট দিয়ে শুরু করতে পারেন।কমেন্ট করার ব্যাপারে কি সতর্কতা অবলম্বন করুন।
১।কমেন্ট এ অপ্রাসঙ্গিক কোন কিছু লিখবেন না।কেননা ফোরামসমূহের এডমিন সবসময় তৎপর থাকে স্প্যামিং এর ব্যপারে।
২।ভালো কমেন্ট করার জন্য আপনি আগে পোস্টটি পড়ে নিতে পারেন।এতে করে আপনার কমেন্ট করতে খুব সুবিধা হবে।
৩।কমেন্ট কোন প্রকার লিংক দেয়ার চেষ্টা করবেন না।
৪।সময় বাচানোর জন্য আপনি Thanks For Your Great Post বা Very Good information ,Thanks Author ইত্যাদি ধরনের ম্যাসেজ দিতে পারবেন
পোষ্ট করার সময় সবচেয়ে ভালো হয় কোন বিষয়ে হেল্প চেয়ে পোস্ট করা।এতে যেমন সময় বাচবে এবং আপনি ও অনেক কিছু জানতে পারবেন।
কিছু হাই পেজ রেংক ফোরাম সাইট
নিচে আমি আপনাদেরকে কিছু হাই (PR1-PR7) পেজ রেংক ফোরামের তালিকা দিলাম।আপনার আপাতত চেষ্টা করতে থাকুন এর ফোরাম গুলো দিয়ে কিভাবে ব্যাকলিংক এর জন্য ফোরমান সাইটকে সেট আপ করতে হয়।
2 Blogger Forum
6 Search engine watch Forum
11 Blogger Talk forum
15 Blogger Forum
16 Business Forum
19 DD Forum
20 Domain Name Forum
22 Free Advertising Forum
28 Search Engine Roundtable
29 SEO Forum Australia
30 SEO Forum
33 Directory junction Forum
লেখক: সজীব রহমান

SEO ফোরাম সাইট থেকে যেভাবে পাবেন Backlink SEO ফোরাম সাইট থেকে যেভাবে পাবেন Backlink Reviewed by sohel on 11:48 Rating: 5

7 opmerkings:

  1. What an incredible work! Not only it was informative but also nicely written. To the point. Would like to read more from this space.
    Research Papers

    AntwoordVee uit
  2. Nicely crafted. There is so much to learn from this piece. You are a great help and I would surely try to follow all the learning. highest paid jobs in dubai

    AntwoordVee uit
  3. I usually do not comment on posts but this article stands out from others. I could learn several new things from it. It is great when you are able to gain an understanding on topics that were unknown. Thanks for that. dubai expo 2020 jobs

    AntwoordVee uit
  4. Great work did by you. Informative and problem-solving content that users can easily digest can work for all types of blogs. When a user finds something informative on a blog, he/she is more likely to come back from your side. Cricket Bats

    AntwoordVee uit
  5. You are doing a tremendous job. It is very enlightening and achieves what it desires. I will make sure that I read all of your blogs in future. It will definitively enhance my knowledge. Dubai Hotels

    AntwoordVee uit
  6. This is a great inspiring article.I am pretty much pleased with your work.You can really really helpful information. Keep it up. Keep blogging. Looking to your next post.
    best dissertation writing service

    AntwoordVee uit
  7. I know this is one of the most meaningful information for me. And I'm animated reading your article. But it's a good thing, the website is perfect; the articles are great. Thanks for the tone of tangible and possible help.
    freelancers

    AntwoordVee uit

Aangedryf deur Blogger.