GTA Vice City আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে


যাদের পিসি আছে GTA Vice City খেলেনি এমন মানুষ খুজে পাওয়া যাবে না। এখন যেহেতু অ্যান্ড্রয়েড এর যুগ তাই  GTA Vice City মোবাইল এ না থাকে তবে কেমন হয় বলেন তো। আর চিন্তা নেই আজ থেকে সম্পূর্ন পিসির মতো আপনার অ্যান্ড্রয়েডও খেলতে পারবেন  GTA Vice City গেমটি। তাই কথা না বাড়িয়ে মুল আলোচনায় যাই।

প্রথমে নিচ থেকে গেইম ফাইলটা নামান।(3.84MB)
Download GTA Vice City.apk
ইন্সটল করুন কিন্তু ওপেন করবেন না।
এবার নিচ থেকে Data files ডাওনলোড দিন।(1.38GB)
Click Here
তারপর নিচের এপটা ডাওনলোড করুন এবং ইন্সটল দিন কিন্তু ওপেন করার প্রয়োজন নেই।
এবার Data files টা যেখানে ডাওনলোড দিছেন সেখানে গিয়ে Data files এ ক্লিক দিন। দেখুন নিচের ছবির মতো এসেছে।
vc1

ES Zip Viewer দিয়ে ওপেন করুন। দেখুন একটা ফোল্ডার আছে নাম com.rockstargames.gtavc
vc2

এখন ওপর থেকে Extract এ ক্লিক করুন।Path মেমোরি সিলেক্ট করুন।
vc3 vc4

কিছুক্ষণ অপেক্ষা করুন।
আপনার ফোনের ফোন মেমোরি অথবা SD Card এ দেখুন android নামের একটা ফোল্ডার আছে। ফোল্ডারে ঢুকার পর দেখুন obb নামের একটি ফোল্ডার আছে যদি না থাকে obb নামের একটি ফোল্ডার বানান।
এবার আপনার Extract করা com.rockstargames.gtavcফোল্ডার obb ফোল্ডারে Move/Cutকরুন।
vc5

ব্যাস এবার ইন্সটল করা GTA Vice Cityগেইম ফাইলটা ওপেন করুন আর মেতে উঠুন মজায়। গেইমটি একদম পিসির মতো।
ধন্যবাদ, ভাল থকুন। মতামত থাকলে জানাতে ভুলবেন না।
GTA Vice City আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে GTA Vice City আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে Reviewed by sohel on 05:55 Rating: 5

Geen opmerkings nie:

Aangedryf deur Blogger.