ছেলেমেয়েদের গোপন চ্যাটিং কোড!



ছোট থেকেই কম্পিউটার, স্মার্টফোন, ট্যাব হাতে নিয়ে বড় হচ্ছে এখনকার টিনেজ প্রজন্ম। ফলে স্বাভাবিকভাবেই প্রযুক্তি ব্যবহার করে পড়ালেখার পাশাপাশি নিষিদ্ধ বিষয়গুলোর দিকেও তাদের ঝুঁকে পড়ার সুযোগ থাকে।   এক্ষেত্রে অভিভাবকরা হয়তো জানতেও পারছেন না যে, কম্পিউটারে পড়ালেখার পেজের পাশে ছোট্ট একটি চ্যাট বক্সে সন্তানটি যৌনতা, মাদক নিয়ে অবলীলায় কথা বলে চলেছে। অভিভাবকদের শব্দ পরিচিতি জ্ঞান যদি কেবলমাত্র LOL বা LMK পর্যন্ত থাকে, তাহলে এখনই সাবধান হওয়া প্রয়োজন।   সম্প্রতি একটি সমীক্ষায় সিএনএন প্রায় ২৮টি ‘কোড ল্যাঙ্গুয়েজ’ খুঁজে পেয়েছে, যা রীতিমতো ভয়ংকর। যদি আপনার সন্তান, আপনার উপস্থিতিতেই এ ধরনের কোডে কথা বলেন, তাহলে বুঝবেন বিপদ আসন্ন। অবিলম্বে ব্যবস্থা না নিলে সন্তান ভয়ানক ক্ষতির দিকে যেতে পারে। জেনে নিন সেই ২৮টি কোডের ল্যাংঙ্গুয়েজ। 

1. IWSN - I want sex now 
2. GNOC - Get naked on camera 
3. NIFOC - Naked in front of computer 
4. PIR - Parent in room 
5 CU46 - See you for sex 
6. 53X - Sex 
7. 9 - Parent watching 
8. 99 - Parent gone 
9. 1174 - Party meeting place 
10. THOT - That hoe over there 
11. CID - Acid (the drug) 
12. Broken - Hungover from alcohol 
13. 420 – Marijuana 14. POS - Parent over shoulder 
15. SUGARPIC - Suggestive or erotic photo 
16. KOTL - Kiss on the lips 
17. (L)MIRL - Let`s meet in real life 
18. PRON - Porn 
19. TDTM - Talk dirty to me 
20. 8 - Oral sex 
21. CD9 - Parents around/Code 9 
22. IPN - I`m posting naked 
23. LH6 - Let`s have sex 
24. WTTP - Want to trade pictures? 
25. DOC - Drug of choice 
26. TWD - Texting while driving 
27. GYPO - Get your pants off 
28. KPC- Keeping parents clueless   

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ছেলেমেয়েদের গোপন চ্যাটিং কোড! ছেলেমেয়েদের গোপন চ্যাটিং কোড! Reviewed by sohel on 21:18 Rating: 5

Geen opmerkings nie:

Aangedryf deur Blogger.