একটি অ্যাপস এ ৫০ হাজারেররও বেশি ইবুক
ইবুক রিডারের সঙ্গেই পাওয়া যাচ্ছি ফ্রি ইবুক। আর সঙ্গে তো বিভিন্ন ফরমেটের ইবুক পড়ার সুবিধা থাকছেই। ৫০০০০ ফ্রি ইবুক অ্যান্ড রিডার নামের এই অ্যাপসটির রয়েছে ৫০ হাজারেররও বেশি ইবুক।
অ্যাপসটি ফোনে ইন্সটল করলে এসব বই বিনামূল্যে ডাউনলোড করে পড়তে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এসব বইয়ের সবগুলোই ফ্রি সেই সঙ্গে কম্পোজ করা হওয়ায় এগুলোর আকারও নাম মাত্র। সে কারণে এই অ্যাপসটি আপনার ফোনের মেমোরি খুব বেশি দখল না করেই আপনাকে অসংখ্য বই পড়ার সুযোগ করে দেবে।
বিশাল পরিমাণ সংগ্রহ ছাড়াও ইবুক রিডার হিসেবেও অ্যাপসটি বেশ কিছু সুবিধা দেবে আাপানাকে। এতে আপনি পিডিএফ, আরটিএফ, মোবি এবং প্লেইন টেক্সট ফরমেটের যে কোনো ফাইল পড়তে পারবেন। স্ক্যান করা ছাড়া সব ফরমেটের বইয়ের টেক্টস সাইজও সুবিধামত পাল্টানোর সুযোগ পাবেন। এছাড়াও নিজের ফোনে থাকা সব বই দিয়ে একটি সুন্দর ভার্চুয়াল বুক সেলফও বানাতে পারবেন চাইলেই ।
একটি অ্যাপস এ ৫০ হাজারেররও বেশি ইবুক
Reviewed by sohel
on
10:37
Rating:
Geen opmerkings nie: