বিনা পয়সায় বিরক্তিকর কল ব্লক করুন


অনেক সময় আমাদের মোবাইল এ বিরক্তিকর কল আসে সেটা বন্ধকরতে আমরা বেছে নেই Call Block Service। সেজন্য অপারেটররা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেয়। এমনকি অনেকে বিভিন্ন প্রকার Call block সফ্টওয়্যার ওব্যবহার করি। কিন্তু আমরা 

বেশিরভাগই এই ২পদ্ধতির কোনোটাই ব্যবহার করিনা বা করতে চাইনা। তাই এসব জামেলায় না গিয়ে আপনাদের একটা সহজ টিপস দিবো। আসুন দেখে নেই টিপসটি----- 
***জিপি, রবি, বাংলালিংক, এয়ারটেল এর জন্য*** 
প্রথমে আপনার মোবাইল এর CallDivert Option এ যান.
 (Voice Call) এরপর সেখান থেকে Divert When Busy/If busy তে চাপুন এবং Active চাপুন। 
তারপর To Other Number এ নিচের অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে দিন এবং Ok চাপুন।

http://cdn9.staztic.com/app/a/2372/2372980/call-blocker-free-pro-1-1-s-307x512.jpg 


ক) GP এর জন্য 1266 
খ) Robi এর জন্য 8121
গ) Banglalink এর জন্য 770
ঘ) Airtel এর জন্য 789
 এবার ফলাফলঃ এখন থেকে যে কলারই আপনাকে কল করুক না কেন আপনি শুধু Call টা কেটে দিন। এখন যে আপনাকে Call করছে তার ১২টা বাজতে শুধু করছে। অর্থাত্ তার মোবাইল এ Call টা রিসিভ হয়ে গেছে। ভয় নেই আপনার টাকা কাটবেনা। আরেকটি পদ্ধতি হলো--- আপনার মোবাইল এ"Screnning Option"থাকলে সেখানে গিয়ে List এ বিরক্তিকর কলার নাম্বার এড করুন ব্যাস। আমাদের সাথে থাকুন আরো টিপস পাবেন ।

বিনা পয়সায় বিরক্তিকর কল ব্লক করুন বিনা পয়সায় বিরক্তিকর কল ব্লক করুন Reviewed by sohel on 06:13 Rating: 5

Geen opmerkings nie:

Aangedryf deur Blogger.