অনেক ছবির ভিড়ে DCIM ফোল্ডার থেকে প্রয়োজনীয় ছবি খুজে পেতে হিমশিম খাচ্ছেন? একটু কষ্ট করে এটা নিন


নামঃ Occasional Camera
কামঃ তেমন কিছু না, শুধু ছবি তোলা আর ভিডিও করা। কিন্তু!!!!
যা দরকারঃ আপনার মোবাইলে SD Card থাকতে হবে।
কেন ব্যবহার করবেন?
১) আপনারা সবাই জানেন যে এন্ড্রয়েড মোবাইল গুলোতে একটি ক্যামেরা এপ বিল্ট-ইন থাকে। হ্যা, বিল্ট-ইন এপটি দিয়ে ছবি তুললে বা ভিডিও করলে সব গুলো SD Card এর DCIM নামের একটি Folder এ স্টোর হতে থাকে। এই folder থেকে পরবর্তীতে ছবি বা ভিডিও গুলো বাছাই করা খুব কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার। এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে ব্যবহার করবেন Occasional Camera। Occasional Camera আপনার ছবি ও ভিডিও গুলোকে Occasion অনুযায়ী সাজিয়ে রাখে। ফলে আপনার বিড়ম্বনার দিন শেষ।

২)বিশেষ করে ছাত্র-ছাত্রীরা আজকাল নোট, শিট ফটোকপি না করে ছবি তুলে রাখেন। এ কাজ করতে গিয়ে ছবির সিরিয়াল নিয়ে পড়তে হয় বিড়ম্বনায়। পড়ে আবার দৌড়াতে হয় ছবি Rename করে করে সিরিয়াল করতে। এই বিড়ম্বনার দিনও শেষ। কারণ Occasional Camera ছবি বা ভিডিও গুলোকে ০ থেকে সিরিয়ালি সাজাতে রাখে এবং তা অবশ্যই Occasion অনুযায়ী।
কিভাবে ব্যবহার করবেন?


  • ধরুন, আজকে আপনি গণিতের একটি নোটের পৃষ্ঠা গুলোর ছবি তুলবেন। এজন্য আপনাকে যেভাবে আগাতে হবে-


১) প্রথমে Settings এ গিয়ে Math Note নামে একটি Occasion save করুন।
করুন।

২) Back করলে Occasion নামক Drop Down List এ Math Note নামে একটি অপশান পাবেন। এটি সিলেক্ট করে Take snap বাটনে প্রেস করুন। ব্যস এর পর একের পর এক ছবি তুলে যান। সিরিয়াল নিয়ে কোন চিন্তা করতে হবে না। সব ছবি আপনার SD Card এর Occasional camera নামের folder এর ভিতর Math Note নামের folder এ সিরিয়ালি স্টোর হচ্ছে। আপনি ছবির নাম দেখেই বুঝতে পারবেন কোনটি কত নাম্বার পেজ আপনি যদি পড়েও Math note সিলেক্ট করে ছবি তুলেন তবুও সব সিরিয়ালি স্টোর হবে।

৩) এভাবে আপনি বিভিন্ন Occasion ইন্সার্ট করে ছবি তুলতে বা ভিডিও করতে পারেন।

তো যদি ভাল লেগে থাকে, তাহলে ঝটপট ডাউনলোড করে নিন। লিংক নিচেই আছে।

  • Features:

1. Store snaps in separate sub-folders. So, you needn’t sort them out.
2. Maintain a serial naming convention for each occasion.
3. Auto preview before store.
4. Focus mode.
5. Exposure.
6. Face detection.
7. White balance.
8. Default camera effects.
9. User manual.


অথবা মোবাইল থেকে Play store এপ ওপেন করে Occasional camera লিখে সার্চ দিলে পেয়ে যাবেন

অনেক ছবির ভিড়ে DCIM ফোল্ডার থেকে প্রয়োজনীয় ছবি খুজে পেতে হিমশিম খাচ্ছেন? একটু কষ্ট করে এটা নিন অনেক ছবির ভিড়ে DCIM ফোল্ডার থেকে প্রয়োজনীয় ছবি খুজে পেতে হিমশিম খাচ্ছেন? একটু কষ্ট করে এটা নিন Reviewed by sohel on 01:37 Rating: 5

Geen opmerkings nie:

Aangedryf deur Blogger.