সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান পর্ব - ৪ সাইটে ভিজিটর বাড়ানোর উপায়


  • ইউনিক কনটেন্ট প্রকাশ
ব্লগ বা ওয়েবসাইটে নিয়মিত ইউনিক কনটেন্ট প্রকাশ করুন। একই কনটেন্ট অন্য জায়গায় পড়ে ফেললে কেউ আপনার সাইটে এসে সেটি পড়বে না। তাই নিয়মিত ভিজিটর পেতে ইউনিক কনটেন্ট প্রকাশ করতে হবে।
  • সার্চ ইঞ্জিনে সাবমিট করা
ব্লগ বা ওয়েবসাইটে ভিজিটরদের একটি বড় অংশ আসে বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে। তাই গুগল, বিং, ইয়াহুসহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাইটকে সাবমিট করতে হবে।
  • ব্লগরোল ব্যবহার
সাইটে ট্রাফিক আনতে ব্লগরোলও বড় ভূমিকা রাখে। তাই সাইটে ব্লগরোল ব্যবহার ও আপডেটেড রাখতে হবে।
  • কমেন্ট করা
নিজের এবং রিলেটেড অন্য ব্লগে কমেন্ট করতে হবে। এছাড়া বিভিন্ন ফোরামে দেওয়া প্রশ্নের উত্তর দিয়েও সেখান থেকে সাইটে ভিজিটর পাওয়া যায়।
  • আরএসএস ফিড
ব্লগের আরএসএস ফিডের মাধ্যমেও প্রচুর ভিজিটর আসতে পারে। তাই ভালো ভিজিটর পেতে আরএসএস সেটিং করতে হবে।
  • লিংকস ও ট্র্যাকবার
সাইটে বিভিন্ন রিসোর্স লিংক, ইন্টারন্যাল লিংক তথা ট্রাকব্যাক ব্যবহার করতে হবে। এতে ভিজিটরের একাধিক পোস্ট পড়ার সম্ভাবনা বেড়ে যায়।
  • ট্যাগ ব্যবহার
ট্যাগের মাধ্যমেও সাইটে ভিজিটর বেড়ে যায়। ট্যাগের ফলে ভিজিটরের একই ট্যাগের পোস্ট পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই প্রতিটি পোস্টে অবশ্যই ট্যাগ ব্যবহার করতে হবে।
  • আরও কিছু টিপস
• বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং সাইটে আপনার পোস্ট সাবমিট করুন।
• সার্চ ইঞ্জিনের থেকে ট্রাফিক আনার জন্য মেইন কিওয়ার্ড ও রিলেটেড কিওয়ার্ড অনুয়ায়ী পোস্ট লিখুন।
• ছবি দিতে ভুলবেন না।
• গেস্ট ব্লগিং করুন এবং আপনার ব্লগে গেস্ট ব্লগিংয়ের সুযোগ রাখুন।
• ফোরাম, ওয়েব রিং ও অনলাইন গ্রুপে যোগাযোগ সংযুক্ত থাকুন।
• ইমেইল সিগনেচার, বিজনেস কার্ডের মাধ্যমে ব্লগ প্রমোট করতে পারেন।
• আপনার ব্লগে নির্দিষ্ঠ মেয়াদে ব্লগিং প্রতিযোগিতার আয়োজন করুন।
• অফলাইনে বিভিন্ন মানুষের সাথে শেয়ার করুন।

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান পর্ব - ৪ সাইটে ভিজিটর বাড়ানোর উপায় সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান পর্ব - ৪ সাইটে ভিজিটর বাড়ানোর উপায় Reviewed by sohel on 06:48 Rating: 5

Geen opmerkings nie:

Aangedryf deur Blogger.