পিসিতে অনাকাঙ্ক্ষিত পেন ড্রাইভের ব্যবহার বন্ধ করার উপায়


অনেক সময় পিসি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে।বর্তমানে ভাইরাস ছড়ানোর অন্যতম মাধ্যম হল পেন ড্রাইভ। কখনো কখনো এমন হয়ে থাকে, আপনার অনুমতি ছাড়াই কেউ হয়ত আপনার পিসিতে পেন ড্রাইভ লাগিয়েছে এবং এর ফলে আপনার পিসি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে পরেছে। তাই অনাক্ষাংকিত কেউ যাতে আপনার পিসিতে কোন পেন ড্রাইভ ব্যবহার করতে না পারে সে জন্য আপনি পিসিতে একটা ছোট কাজ করে পিসিকে ভাইরাস এর হাত থেকে নিরাপদ রাখতে পারেন। এর ফলে আপনার পিসিতে পেন ড্রাইভ লাগালেও তা শো করবে না।

এজন্য করনীয় :
 ১. প্রথমে Start এ গিয়ে Run এ যান এবং regedit লিখে এন্টার দিন।

 ২. HKEY_LOCAL_MACHINE → System → Current Control Set → Services → usbstor এ যান ।

৩. Start ওপেন করে ভ্যালু ৩ থাকলে ৪ করে দিন। আপনার পেন ড্রাইভ ব্যবহারের প্রয়োজন হলে ভ্যালুটাকে আবার ৩ করে দিলেই হবে।

আশা করি এই উপায়টা কাজে লাগবে।
পিসিতে অনাকাঙ্ক্ষিত পেন ড্রাইভের ব্যবহার বন্ধ করার উপায় পিসিতে অনাকাঙ্ক্ষিত পেন ড্রাইভের ব্যবহার বন্ধ করার উপায় Reviewed by sohel on 21:23 Rating: 5

Geen opmerkings nie:

Aangedryf deur Blogger.