উইন্ডোজ সিস্টেম টিপস পর্ব - ৬ দ্বিগুণ করে নিন ল্যাপটপের ভলিউম
বর্তমান সময়ে কম্পিউটার আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সময়ের প্রয়োজনে বেড়েছে ল্যাপটপের চাহিদাও। প্রযুক্তির বদৌলতে আমাদের হাতের নাগালে চলে এসেছে এই বিস্ময়। বহনে সুবিধা জনক হওয়ায় অনেকেই এখন আর ডেক্সটপ না কিনে ল্যাপটপ কেনেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে ল্যাপটপটির ভলিউম এতই কম যে খুব ভালো করে কিছু শোনাই যায় না। কিন্তু অনেকেই জানেন না যে ল্যাপটপের ভলিউম ইচ্ছা করলেই বাড়ানো সম্ভব।
এজন্য আমাদের যা করতে হবেঃ
প্রথমে আপনাকে স্পিকার আইকন এর উপর রাইট বাটন প্রেস করুন , তাহলে সেখানে playback device নামে একটি অপশন দেখতে পাবেন। তাতে ক্লিক করুন। headphones এবং speakers নামে দুটি অপশন দেখতে পাবেন। speakers এর উপর ডাবল ক্লিক করুন। enhancements সিলেক্ট করুন। স্ক্রল করে নিচে নামুন এবং loudness equalization এ টিক মার্ক দিন। এরপর এপ্লাই দিয়ে ওকে প্রেস করে বের হয়ে আসুন। দেখবেন আপনার ল্যাপটপ এর ভলিউম বেড়ে গেছে।
এই পদ্ধতিটি শুধু মাত্র windows 7 এর জন্য প্রযোজ্য। vlc player এ এটি কাজ করবে না।
উইন্ডোজ সিস্টেম টিপস পর্ব - ৬ দ্বিগুণ করে নিন ল্যাপটপের ভলিউম
Reviewed by sohel
on
09:33
Rating:
Geen opmerkings nie: