প্রথমবারের মতো দেশীয় বাজারে আসছে পরিবেশবান্ধব মাদারবোর্ড


প্রথমবারের মতো দেশের প্রযুক্তি বাজারে পরিবেশবান্ধব মাদারবোর্ড আনতে যাচ্ছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এমএসআই। 
গত ২৯শে আগস্ট খুলনা ও কুষ্টিয়ায় ব্যবসায়ীদের সাথে এক সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন এমএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মাইকেল লিয়াং। তিনি জানান,’বাংলাদেশের পরিবেশগত ও আর্থসামাজিক অবস্থার কথা বিবেচনা করেই চতুর্থ প্রজন্মের ইকো সিরিজের মাদারবোর্ড শীঘ্রই বাজারে আনবে এমএসআই।’
উল্লেখ্য, দেশের শীর্ষ প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স এই পরিবেশবান্ধব মাদারবোর্ড বিপনন করবে।
প্রথমবারের মতো দেশীয় বাজারে আসছে পরিবেশবান্ধব মাদারবোর্ড প্রথমবারের মতো দেশীয় বাজারে আসছে পরিবেশবান্ধব মাদারবোর্ড Reviewed by sohel on 21:30 Rating: 5

Geen opmerkings nie:

Aangedryf deur Blogger.