কম্পিউটার হার্ডওয়্যার টিপস পর্ব -১০ কম্পিউটার বিপ এবং তার অর্থ

আমরা কম্পিউটার অন করার সময় প্রতিদিনই কিছু বিপ বিপ শব্দ শুনতে পাই । কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই শব্দ গুলো কেন হয় অথবা কি নির্দেশ করছ? কম্পিউটারের কোন কাজই  অপ্রয়োজনে হয় না। তেমনি এই বিপ গুলোও অপ্রয়োজনে নয়। প্রতিটি বিপই কিছু না কিছু অর্থ ধারন করে। সেগুল থেকে আমরা সহজেই বুঝতে পারি কম্পিউটার এ কোন সমস্যা রয়েছে কিনা। চলুন জেনে নেওয়া যাক কত নাম্বার বিপ কি বলেঃ

১) প্রথম বিপঃ DREM রিফ্রেস এ ব্যর্থতা। যা সঠিক DMA চিপ এর অভাবে বা মাদারবোর্ড এর ভুল লোকেশন নির্দেশনার কারণে হয়ে থাকে।

২) দ্বিতীয় বিপঃ মেমোরি সঠিক ভাবে মাদারবোর্ড এর সাথে সংযুক্ত নয়। আনপ্লাগড এবং সঠিক ভাবে সংযুক্ত করুন।

৩) তৃতীয় বিপঃ নষ্ট মাদারবোর্ড অথবা নষ্ট মেমরি।

৪) চতুর্থ বিপঃ র‍্যাম লোড নিতে অতিরিক্ত সময় অপচয়।

৫) পঞ্চম বিপঃ অকার্যকর সিপিইউ চিপ।

৬) ষষ্ঠ বিপঃ কীবোর্ড কন্ট্রোলার ডেড।

৭) সপ্তম বিপঃ সিপিইউ ডেড। পুনরায় কানেকশন দিন অথবা মাদারবোর্ড পরিবর্তন করুন।

৮) অষ্টম বিপঃ ভিডিও কার্ড মিসিং।

৯) নবম বিপঃ ক্ষতিগ্রস্ত রম বায়স।

১০) দশম বিপঃ COMS বন্ধ হয়ে গেছে। COMS মেমোরি পরিবর্তন করুন।

১১) এগারতম বিপঃ ক্যাচ মেমোরি টেস্টিং ফেইল্ড।

১২) একটি  বড় এবং তিনটি ছোট বিপঃ মেমোরি লোড ফেইল্ড।

১৩) একটি বড় এবং আটটি ছোট বিপঃ ভিডিও কার্ড স্লট ডেড। 

১৪) কোন বিপ নেইঃ পাওয়ার সাপ্লাই পরীক্ষা করুন। মাদারবোর্ড সংযোগ পরীক্ষা করুন। ভিডিও কার্ড বেতিত সকল কার্ড অপসারন করুন এবং সিস্টেম পাওয়ার আপ পরীক্ষা করুন। সকল কার্ড একই সময়ে লোড করুন এবং তাদের সিস্টেম পরীক্ষা করুন। যদি সিস্টেম কোন একটি কার্ড এর জন্য অকার্যকর হয়ে থাকে তাহলে তা পরিবর্তন  করুন।

কম্পিউটার হার্ডওয়্যার টিপস পর্ব -১০ কম্পিউটার বিপ এবং তার অর্থ কম্পিউটার হার্ডওয়্যার টিপস পর্ব -১০ কম্পিউটার বিপ এবং তার অর্থ Reviewed by sohel on 08:25 Rating: 5

Geen opmerkings nie:

Aangedryf deur Blogger.