কম্পিউটার হার্ডওয়্যার টিপস পর্ব - ১১ ভাল রাখুন আপনার কম্পিউটারটিকে



১. প্রতি ১ বা ২ মাস পর পর কম্পিউটার খুলে সব parts মুছে নতুন করে লাগিয়ে দিন।

২. Ram খুলে পাতলা তুলো দ্বারা মুছে নতুন করে লাগিয়ে নিন।

৩. কম্পিউটারের উপর কোন ভারী কিছু রাখবেন না।

৪. রাতে ঘুমাবার সময় কম্পিউটার shut down করে দিন।

৫. বিদু্ৎ চলে গেলে যেন কম্পিউটার বন্ধ না হয়ে যায় সে জন্য UPS ব্যবহার করা উচিৎ।

৬. কম্পিউটার VIRUS দূর করার জন্য অ্যান্টিভাইরাস ব্যবহার করা উচিৎ।

৭. কম্পিউটারকে আলো-বাতাসপূর্ণ জায়গায় রাখুন।

৮. প্রতিদিন মনিটর, বিশেষ করে LCD মনিটর একবার করে মুছে রাখবেন।

৯. অনেকে কম্পিউটার চলার সময়ও CPU-র উপর আলাদা পর্দা দিয়ে রাখেন, যাতে ময়লা প্রবেশ না করে। এতে আরও ক্ষতিই হয়।

১০. ওয়ালপেপার হিসেবে এমন ছবি সেট করুন, যা আপনার চোখকে আরাম দেয়। ওয়ালপেপার সাইজে যত ছোট হবে, আপনার কম্পিউটারের গতির জন্য ততই ভাল।

১১. নিয়মিত ‘কুলিং ফ্যান’ মুছে পরিষ্কার করে রাখুন।

১২.ঘন ঘন windows সেটআপ দিবেন না।এতে কম্পিউটারের তাৎক্ষনিক গতি বাড়লেও পরবর্তীতে মাদারবোর্ড  এ সমস্যা হতে পারে।

কম্পিউটার হার্ডওয়্যার টিপস পর্ব - ১১ ভাল রাখুন আপনার কম্পিউটারটিকে কম্পিউটার হার্ডওয়্যার টিপস পর্ব - ১১ ভাল রাখুন আপনার কম্পিউটারটিকে Reviewed by sohel on 23:39 Rating: 5

Geen opmerkings nie:

Aangedryf deur Blogger.