ইন্টারনেট স্পিড বাড়ানোর শর্টকাট সেটিং জেনে নিন এখনই ।


ইন্টারনেট স্পীড আমাদের দেশে একটি বড় সমস্যা তবে কিছু কাজ করলে সেই সমস্যা কিছুটা হলেও কমানো সম্ভব। Microsoft Windows এর কেরামতিতে আমাদের কম্পিউটারের বাই ডিফল্ট ২০% ইন্টারনেট স্পিড এমনিতেই কমানো আছে  । এই ২০% বেন্ডউইড Microsoft তাদের প্রডাক্ট আপডেট করার জন্য রিসার্ভ করে রাখে, যা আসলে আমাদের চোখের অনেকটাই আরালে । তাই আমরা বঞ্চিত হচ্ছি ২০% ব্যান্ডউইড থেকে।
চলুন স্পীড যোগ করি আমাদের ইন্টারনেটের সাথে। ইন্টেরনেট স্পীড বাঁড়ার সকল নিয়ম দেখুন এখান থেকে:
প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে –
> Click Start
> Click Run
> এবার Type করুন – gpedit.msc টাইপ হলে এন্টার দিন অথবা OK ক্লিক করুন
> তারপর Group Policy Editor নামে একটি ডায়লগ বক্স আসবে এবার আপনাদের যে কাজটি করতে হবে। প্রথমে Computer Configuration ক্লিক করুন, এবার Administrative Templates ক্লিক করুন, এবার Network এ ক্লিক করুন। আপনাকে এবার ক্লিক করতে হবে QOS Packet Scheduler করেছেন। Good….
> এখন ডান পাশে খেয়াল করুন “Limit Reservable bandwidth” লিখা আছে না এখানে ডবল ক্লিক করুন।
> এবার আপনি দেখতে পাবেন ওখানে দেয়া আছে ” is not configure ”
> এখন ডাবল ক্লিক করে সিলেক্ট করুন “Enabled” Reservable bandwidth ওখানে “0” (zero) দিয়ে দিন।

আর কোন কিছু পরিবর্তন করার প্রয়োজন হবে না শুধু OK করে বেরিয়ে আসুন। Explain এ ক্লিক করলে দেখতে পারবেন, ওখানে সব বলা আছে। আশা করি আপনারা উপকৃত হবেন। আর হ্যা কমপিউটারটা একটা রিস্টাট দিয়ে নিতে পারেন এতে আপনার পরিবর্তনটা ধরতে সুবিধা হবে।
ইন্টারনেট স্পিড বাড়ানোর শর্টকাট সেটিং জেনে নিন এখনই । ইন্টারনেট স্পিড বাড়ানোর শর্টকাট সেটিং জেনে নিন এখনই । Reviewed by sohel on 07:29 Rating: 5

Geen opmerkings nie:

Aangedryf deur Blogger.