ওয়েব সাইট বা ব্লগের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি ৫ মিনিটে !




অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে চান? প্রোগ্রামিং জানেন না? সমস্যা নেই, আজ আপনি নিজের হাতেই তৈরি করবেন অ্যান্ড্রয়েড অ্যাপস মাত্র ৫ মিনিটে ! 
কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। আজ অনলাইনে একটি ওয়েব সাইট খুঁজে পেলাম অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার। Apps Geyser নামের এই ওয়েবসাইট আপনাকে বিভিন্ন প্রকার অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরির সুযোগ দিচ্ছে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জ্ঞান ছাড়াই সম্পূর্ণ ফ্রি! প্রথমেই চলুন দেখে নেই কি কি বৈশিষ্টের অধিকারী এই Apps Geyser সাইট?


  • অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি সম্পূর্ণ ফ্রি! তবে চাইলে অর্থ ব্যয় করেও প্রিমিয়াম অ্যাপস তৈরি করতে পারবেন।
  • Apps Geyser আপনাকে বিভিন্ন প্রকার অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করে দিবে। যেমনঃ ওয়েব সাইট, ব্লগ সাইট, টেলিভিশন, ব্রাউজার, ওয়ালপেপার, বই এবং আরও অনেক ধরনের অ্যাপস।
  • এইচটিএমএল৫ সাপোর্টেড। 
  • আপনার তৈরিকৃত অ্যাপসে অ্যাড বা বিজ্ঞাপন বসিয়ে আয় করতে পারবেন। তবে আয়ের একটা নির্দিষ্ট অংশ Apps Geyser সাইট নিয়ে নিবে।
  • অ্যাপস ডাউনলোড করার ডাইরেক্ট লিংক। 
  • এছাড়া আরও অনেক কিছু...
আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে, এই সাইটে আপনি বিভিন্ন প্রকার অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন। তবে শিরোনাম দেখে নিশ্চয়ই আরও বুঝতে পেরেছেন আমি আজ শুধুমাত্র আপনার ওয়েব সাইট বা ব্লগ সাইটের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি নিয়ে আলোচনা করব। সময় পেলে অন্যান্য অ্যাপস গুলো তৈরির টিউটোরিয়াল গুলোও অন্যদিন পোস্ট করব। তবে আজ চলুন ওয়েব সাইট বা ব্লগ সাইটের জন্য কিভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস পাঁচ মিনিটেরও কম সময়ে তৈরি করা যায় তা দেখে নেইঃ

  • প্রথমে এখানে ক্লিক করে সাইটে প্রবেশ করুন।
  • কয়েকটি ঘর সম্বলিত একটি ফরম দেখতে পারবেন। 
  • এখানে যথাক্রমে Website URL, App name, Description ঘরে আপনার সাইটের অ্যাড্রেস, অ্যাপস এর নাম আপনার পছন্দমত এবং অ্যাপসের কিছু বিবরন দিয়ে Refresh preview ক্লিক করুন। এতে আপনি আপনার অ্যাপসের পূর্বরূপ দেখতে পারবেন। এছাড়াও আপনি আপনার সাইটের ফেভিকনও আপলোড দিতে পারবেন।
  • এখন CREATE APP ক্লিক করুন।
  • এবার একটি পেজ আসবে সেখানে প্রয়োজনীয় নানা তথ্য যেমনঃ নাম, ইমেইল ইত্যাদি অর্থাৎ সাইন আপ করতে যা যা লাগে সেগুলো দিয়ে সাইন আপ করুন।
  • এরপর আপনি আপনি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসের ডাউনলোড লিংক পেয়ে যাবেন। সেটি দিয়ে ডাউনলোড করে আপনি নিজে আগে ব্যবহার করে যাচাই করে নিন। 
  • তারপর পছন্দ হলে আপনার সাইটের অ্যাপস ডাউনলোড লিংক বিভিন্ন জায়গায় শেয়ার বা প্রকাশ করুন। 
আমার তৈরি করা বগুড়া সিটি ২৪ এর অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করতে ভুলবেন না কিন্তু! আর এই পোস্ট এতোটুকু ভালো লেগে থাকলে কিংবা আপনার কাজে এসে থাকলে আমাকে জানাতে ভুলবেন না।

ওয়েব সাইট বা ব্লগের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি ৫ মিনিটে ! ওয়েব সাইট বা ব্লগের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি ৫ মিনিটে ! Reviewed by sohel on 09:52 Rating: 5

Geen opmerkings nie:

Aangedryf deur Blogger.