উইন্ডোজ সিস্টেম টিপস পর্ব -৩ ডেস্কটপে শাটডাউন শর্টকাট তৈরী করুন
× ডেস্কটপের খালি জায়গায় রাইট মাউস ক্লিক করে New–>Shortcut এ ক্লিক করুন।
× shutdown -s -t 0 লিখে Next দিন।
× Finish দিন।
× ডেস্কটপে shutdown নামে একটা শর্টকাট তৈরী হবে।
× shutdown এ রাইট মাউস ক্লিক করে Properties এ ক্লিক দিন।
× change icon এ ক্লিক করুন।
× ok দিয়ে পছন্দমত আইকন নিয়ে আবার ok দিন।
× আবার ok দিন।
এবার ডেস্কটপের shutdown শর্টকাটটি রান করুন….. দাঁড়ান…..দাঁড়ান…..এখনি রান করার দরকার নেই আগে দরকারী সব প্রোগ্রাম বন্ধ করুন।
শেষ কথা:
আমি উইন্ডোজ এক্সপিতে টেস্ট করেছি অন্য অপারেটিং সিস্টেমে নাও হতে পারে। shutdown -s -t 0 এর স্থলে shutdown -r -t 0 লিখলে রিস্টার্ট শর্টকাট তৈরী হবে।
ভিডিও টিউটোরিয়াল
উইন্ডোজ সিস্টেম টিপস পর্ব -৩ ডেস্কটপে শাটডাউন শর্টকাট তৈরী করুন
Reviewed by sohel
on
01:35
Rating:
Geen opmerkings nie: