ফেসবুক সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য আপনি জানেন কি?

ফেসবুক ! ফেসবুক ! ফেসবুক !
ফেসবুক এমন এক বড় প্রতিষ্ঠান, এমন এক আশ্চর্যজনক ওয়েব সাইট, অনেকের কাছে আবার তাঁর জীবনেরও অংশ! এর রয়েছে অনেক মজার এবং বিস্ময়কর তথ্য। আপনাদের সাথে আজ ফেসবুকের কিছু তথ্য সংকলন করে লিখলাম। চলুন জেনে নেই প্রাণের প্রিয় ফেসবুকের সেই অবাক করা কিছু তথ্যঃ
    বলুন তো, ফেসবুকের রং নীল কেন? কারণ, মার্ক জাকারবার্গ আংশিক বর্ণান্ধ। নীল রংটাই তিনি সবচেয়ে ভালো দেখতে পান।

সবুজ, লাল-- এসব রঙের পার্থক্য তিনি ধরতে পারেন না। ২০০৬ সালে ক্রিস পুটনাম নামের এক ব্যক্তি ফেসবুক হ্যাক করেছিলেন। ফলাফল? পরদিন সকালেই তিনি ফেসবুকের প্রধান কার্যালয়ে চাকুরী পেয়েছিলেন। ফেসবুকের নাম যখন শুরুতে 'দ্য ফেসবুক' ছিল, নামের পাশেই একজন মানুষের অস্পষ্ট ছবি চোখে পড়ত। ছবিটি বিখ্যাত অভিনেতা-পরিচালক আল পাচিনোর।ফেসবুকের ইউআরএলের শেষে /4

লিখলেই আপনি পৌঁছে যাবেন মার্ক জাকারবার্গের প্রোফাইলে। লিঙ্কঃ www.facebook.com/4ফেসবুকে ভাষা নিরবাচনের ক্ষেত্রে আপনি চাইলে জলদস্যুদের ভাষাও সিলেক্ট করতে পারেন! ভাষা নির্বাচনের সময় সে ক্ষেত্রে আপনাকে English (Pirate) সিলেক্ট করতে হবে। ধরুন, এক সকালে আপনার ফেসবুকের মালিক হওয়ার শখ হলো। যদি ফেসবুক কিনে নিতে চান, খুব বেশি নয়- কমপক্ষে ৪০ বিলিয়ন ডলার থাকতে হবে

আপনার পকেটে ! হাহাহাআহা... ফেসবুকের চেহারা কদিন পরপর বদল করলেও, মার্ক জাকারবার্গ তাঁর টি-শার্ট বদল করার সময় পান না। এক ধূসর রঙের টি-শার্টটি গায়ে দিয়ে তিনি দিনের পর দিন পার করে দেন ! বিস্ট নামে জাকারবার্গের একটি পোষা কুকুর আছে। ফেসবুকে কুকুরটির ফলোয়ার সংখ্যা দেড় কোটির বেশি ! মার্ক জাকারবার্গকে ফেসবুকে ব্লক করা যায়না!ফেসবুকে তারকাদের মাঝে যুক্তরাষ্ট্রের গায়িকা রিয়ান্নার ভক্ত সংখ্যা সবচেয়ে বেশি (প্রায় আট কোটি ৪৬ লাখ)। পরের স্থানে আছেন যথাক্রমে এমিনেম (প্রায় আট কোটি সাত লাখ) এবং শাকিরা (প্রায় সাত কোটি ৮২ লাখ)।

অনলাইনে বিভিন্ন বিশ্বস্ত সুত্র থেকে (ইংরেজি থেকে অনুবাদ) সংগ্রহ করে আপনাদের সাথে এই বিস্ময়কর তথ্যগুলো শেয়ার করলাম।
ফেসবুক সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য আপনি জানেন কি? ফেসবুক সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য আপনি জানেন কি? Reviewed by Unknown on 00:16 Rating: 5

Geen opmerkings nie:

Aangedryf deur Blogger.