আপনার ব্লগার ব্লগ এর Pages অপশন থেকে কমেন্ট বক্স লুকিয়ে রাখুন । খুব দরকারি একটি জিনিস ।
বন্ধুরা সবাই ক্যামন আছেন আশাকরি সবাই খুব ভাল আছেন । যাই হোক আজকে আমি
আপনাদের জন্য খুব কাজের একটি টিপস নিয়ে এলাম । টিপস টি আসালে কি দেখে নিন ।
আমারা বিভিন্ন সময় ব্লগার ব্লগ এর Pages অপশন থেকে অনেক কিছু যেমন
যোগাযোগ ওয়েডগেট , সাইট ম্যাপ , বিভিন্ন ওয়েডগেট যুক্ত করি তখুন সেখানে
নীচে কমেন্ট বক্স যুক্ত থাকে যেটা সেখানে কোন দরকার নাই । যেমন যোগাযোগ এ
তো আমারা একটি বক্স ব্যবহার করছি তাহলে সেখানে কমেন্ট বক্স এর দরকার নাই
তাহলে সেটি কে কিভাবে লুকাবেন । নীচে থেকে দেখেন নিন । এর জন্য কোন কোড এর
দরকার হবে না ।
১) আপনার ব্লগার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Pages অপশন এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
১) আপনার ব্লগার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Pages অপশন এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
২) এবার যেটি থেকে কমেন্ট বক্স লুকাতে চান সেখানে Edit এ ক্লিক করুন নীচের চিত্রে দেখুন ।
৩) এবার ডান পাশ থেকে Option এ ক্লিক করুন তারপর Don't allow, hide existing এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
৪) এবার Done এ ক্লিক করে Update এ ক্লিক করুন । ব্যাস এবার ব্লগে গিয়ে দেখুন কমেন্ট বক্স আর দেখতে পাবেন না।
==>> পোস্টটি ভাল লাগলে একটি কমেন্ট আসাকরিছি । ভাল থকাবেন সুস্থ থাকবেন । আল্লাহ্ হাফেজ ।
আপনার ব্লগার ব্লগ এর Pages অপশন থেকে কমেন্ট বক্স লুকিয়ে রাখুন । খুব দরকারি একটি জিনিস ।
Reviewed by Anoniem
on
06:15
Rating:
Geen opmerkings nie: