একই কম্পিউটারে একসাথে অনেকগুলো Skype Account-এর ব্যবহার

অনেক দিন থেকেই কিছু নিয়ে লিখবো বলে ভাবছি কিন্তু সময় এর অভাবে হয় না। আজ আপনাদের এমন একটি কৌশল শেখাবো যার মাধ্যমে আপনি একসাথে অনেকগুলো Skype Account ব্যবহার করতে পারবেন। এর  আগেও অনেকে হয়তো এই নিয়ে লিখেছে কিন্তু আমারটার সাথে খুব একটা মিলবে বলে মনে হয় না।
এতো কথা বাদ দিয়ে মূল কথায় আসি।Skype এর অনেকগুলো Account একসাথে ব্যবহার করার জন্য প্রথমে Multi Skype Launcher নামক এই ছোট সফটওয়্যারটি নামিয়ে নিন।


 এটি install করে নিন। সফটওয়্যারটি Run করেন।

 এখন ADD Click করে আপনার ইচ্ছেমত যতগুলো খুশি Skype Name এবং Password দিয়ে Account যোগ করুন।


 Account Add করা শেষ হলে যেই যেই ID Run করতে চান সেটিতে Select করে Launch এ Click করুন।



এরপর থেকে আপনার যত খুশি Skype ID একসাথে ব্যবহার করুন। আপনি ইচ্ছে করলে Edit বাটনে Click করে Edit করে নিতে পারেন আবার Delete -এ Click করে কোন Account Delete করতে পারেন।
যদি Tune টি সামান্য কাজে লেগে থাকে Comment করতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে।





একই কম্পিউটারে একসাথে অনেকগুলো Skype Account-এর ব্যবহার একই কম্পিউটারে একসাথে অনেকগুলো Skype Account-এর ব্যবহার Reviewed by Anoniem on 05:16 Rating: 5

Geen opmerkings nie:

Aangedryf deur Blogger.