কিভাবে আপনার এন্ড্রয়েড ডিভাইস এর RAM বাড়াবেন

স্মার্টফোন এর জগতে আপনার ডিভাইস এর RAM অনেক জরুরি একটা বিষয়। RAM আপনার ডিভাইস এর স্পীড এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা  পালন করে। RAM এর প্রয়োজনীয়তা আমরা প্রায় সবাই জানি তাই এই নিয়ে আর কিছু বলতে যাচ্ছি না তবে আমাদের এবং আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন কিভাবে RAM বাড়ানো যায়! অবাক হউয়ার কিছুই নেই, হ্যাঁ! আপনি RAM বারাতে পারবেন ভারচুয়ালি! আর সেটা কিভাবে করবেন আজ তার টিউটোরিয়াল নিয়েই এই পোস্ট।


RAM বারাতে হলে প্রথমেই যেটা করতে হবে তা হল আপনার ডিভাইস তা অবশ্যই রুট করা থাকতে হবে। এখন যদি প্রশ্ন করেন রুট কি তাহলে আপনার আপাতত RAM বাড়ানোর দরকার নেই এবং নিচের লিংক থেকে দেখে নিন রুট কি অবং তার সুবিধা।
তো ধরে নিলাম আপনার ডিভাইস এর রুট করা আছে। রুট করার পর অথবা SuperUser,SuperSu কিংবা Busy Box Pro টা ইন্সটল থাকতে হবে।

রুট করার পর নরমালি এই অ্যাপ এর একটা অটো ইন্সটল হয় আবার অনেকের ম্যানুয়ালি করতে হয়। যাই হোক ধরে নিলাম করা আছে আপনার।

এবার  RAM  বাড়ানোর জন্যে আমাদের একটি অ্যাপ লাগবে সেটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
Download– Download Ram Expender

ইন্সটল করার পর Super User permission পারমিশন চাইবে। চাইলে Grant অথবা Accept করুন ।
ও হ্যাঁ! এই কাজ টি করতে আপনার অবশ্যই একটি ক্লাস ৮ কিংবা ক্লাস ১০ মেমোরি কার্ড লাগবে। যদি এর কম হয় ক্লাস তাহলে কাজ হবেনা।

এবার অ্যাপ এর সেটিং এ  গিয়ে SD Card Directory তে যাবেন এবং Swap ফাইল কোথায় সেইভ হবে তা সিলেক্ট করে দিবেন। যদি না করেন তাহলে অ্যাপ যেখানে ইন্সটল হয়েছে সেখানেই অটো মেইক করবে ফাইল।

এবার  Swap File এ ক্লিক করুন। ক্লিক করলে কত এমবি  RAM বাড়াতে চান তা লিখবেন। মনে রাখবেন  RAM যদি ৫১২ থাকে তাহলে তার দিগুন এর বেশি দিবেন না তাহলে প্রবলেম হবে।



এছারাও যদি মেমোরি ৪ জিবি হয় তাহলে  Swap File সাইজ ৫১২ দিবেন সর্বোচ্চ আর যদি ৮ জিবি হয় তাহলে ৮৪০-৮৫০ দিতে পারেন। মানে ৮৫০এমবি+আপনার আগের RAM = RAM বাড়ানোর পরের RAM। যদি আগে ৫১২ এমবি থাকে তাহলে
৫১২+৮৫০= ১৩৬২ এমবি হবে তবে ১জিবির বেশি না যাওয়া ভালো ৫১২ এমবি এর ক্ষেত্রে।
“Swappiness” এ ক্লিক করলে একটা বক্স আসবে সেখানে ৫০-৬০ লিখতে পারেন। এখানে ০ থেকে ১০০ পর্যন্তও দিতে পারবেন। জত কম দিবেন ততই আপনার মেমোরি কার্ড কম ইউজ হবে RAM হিসেবে। আর যদি বেশি দেন ভেলু তাহলে RAM হিসেবে মেমোরি কার্ড বেশি ইউজ হবে। তবে এখানে ৫০ দেয়া ভালো।

MinFreeKB লেখায় ক্লিক করে যে বক্স আসবে সেখানে 1-20 যা ইচ্ছা দিন, 20 এর বেশি দিলে সেট মাঝে মাঝে স্লো হয়ে যেতে পারে। এটি কখনও আসতে পারে, আবার নাও পারে ।
এবার অ্যাপ টিতে থাকা ”Swap active” ট্যাপ করুন তাহলে অ্যাপ টি Swap ফাইল ক্রিয়েট করা শুরু করবে। মেইক সিউর এই টাইমে আপনি আপনার মেমোরি কার্ড খুলছেন না কিংবা পিসিতে কানেক্ট করছেন না কারন এই সময় আপনার মেমোরি কার্ড টি ইউজ হবে । Swap ফাইল তৈরি হয়ে যাওয়ার পরই আপনার RAM  বারবে এবং ওই ফাইল টি RAM  হিসেবে ইউজ হবে।
কাজ শেষ হলে নিচের মতো স্ক্রিন আসবে।

উপরের ছবিতে টিক দিয়ে রাখা অপশন গুলো আপনিও টিক করে দিন। তাহলেই আপনার কাজ শেষ। এখান থেকে আপনার ডিভাইস এর টোটাল মেমোরি স্ট্যাটাস দেখতে পারবেন।
———–

সতর্কতা…
মেইক সিউর আপনি যে মেমোরি দিয়ে কাজ টি করেছেন ওই মেমোরি টি আলয়েজ ইউজ করছেন ডিভাইস এ। মেমোরি পালটালে নতুন মেমোরিতে আবার করতে হবে নতুন করে।
পিসি তে মোবাইল কানেক্ট করার পর Swap active অপশন টি অফ হয়ে যেতে পারে তাই পিসি থেকে খুলার পর অ্যাপ টি তে ঢুকে Swap active করে নিন।

অন্য কোন ব্যাটারি বুস্টার কিংবা অন্য মোবাইল বুস্টার যাতে এই অ্যাপ কে ক্লোজ করে দিতে না পারে সে ক্ষেত্রে খেয়াল রাখবেন।

অবশ্যই ক্লাস ১০ অথবা ক্লাস ৮ মেমোরি ইউজ করবেন। এর কম হলে ভালো কাজ করবেন না এবং মোবাইল স্লো হতে পারে।

আপনি Swap File এর সাইজ জত দিয়েছেন তা অনুযায়ী অ্যাপ টি আপনার মেমোরি কার্ড এ একটি ফাইল মেইক করবে। ভুলে আবার ডিলিট করে দিয়েন না তাহলে কোন কাজ হবেনা! আবার নতুন করে সব করতে হবে।

এইতো! হয়ে গেলো! এরপরেও কোন হেল্প লাগলে ফেসবুকে আমাদের গ্রুপ কিংবা পেইজ এ জানাবেন

 সবাইকে ধন্যবাদ ভাল থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন ফেসবুকে আমি
কিভাবে আপনার এন্ড্রয়েড ডিভাইস এর RAM বাড়াবেন কিভাবে আপনার এন্ড্রয়েড ডিভাইস এর RAM বাড়াবেন Reviewed by Anoniem on 23:12 Rating: 5

Geen opmerkings nie:

Aangedryf deur Blogger.