আপনার ওয়েবসাইটিকে সার্চ ইঞ্জিনে প্রথম অবস্থানে দেখতে চান ?

  • SEO
এর পূর্ণনাম হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওয়েবমাস্টারদের জন্য এটা একটি গুরুত্মপূর্ণ নাম। সবাই চায় তাদের ওয়েবসাইট যেন সার্চ ইঞ্জিনে প্রথম অবস্থানে দেখায়। যেমন- কেও যদি তার সাইটে বিভিন্ন তথ্যের সাথে বিজ্ঞাপন দেয় এবংভিজিটর ঐ তথ্যটি পাওয়ার জন্য সার্চ ইঞ্জিনে সার্চ করে ঐ সাইটে প্রবেশ করে তাহলে যেমন ভিজিটর বাড়বে তেমনি বিজ্ঞাপনে ব্যাকলিঙ্ক করার জন্যও সাইটের মালিক নির্দিষ্ট অংকের অর্থ পাবে। এখন কথা হল সার্চ ইঞ্জিনে যদি ঐ ওয়েবসাইটের অবস্থান প্রথম সারিতে থাকে তাহলে ভিজিটর আগ্রহী হবে সাইটে প্রবেশের জন্য। আর তাই ওয়েবমাস্টাররা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে থাকেন সার্চ ইঞ্জিনের পেজরেঙ্কে প্রথমে থাকার জন্য। ব্যাকলিংক , ডোমেইন নেম, মেটাট্যাগ, কী-ওয়ার্ড, কনটেন্ট বিভিন্ন কিছুর সঠিক ব্যবহারের মাধ্যমে একটি ওয়েবসাইট পেজ রেঙ্কে উপরের অবস্থানে থাকতে পারে।

  • Search Engine

সার্চ ইঞ্জিন হল এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমরা সহজে আমরা যে কোনো সাইটে প্রবেশ করতে পারি এবং ইন্টারনেটে থাকা যে কোন তথ্য খুঁজে পেতে পারি। Google, Excite , lycos, Alta vista , Infoseek এবং Yahoo হল সার্চ ইঞ্জিনের উদাহরণ। এটা মিলিয়ন সংখ্যক ওয়েব এর সাইট ইনডেক্স করে , যাতে করে ওয়েব ব্যবহারকারীরা সহজে যে কোন ওয়েব সাইট খুজেঁ বের করতে পারে এবং যে কোন তথ্য জানতে পারে । ওয়েব ডিজাইনরা তাদের ওয়েবসাইটগুলো সার্চ ইঞ্জিনে প্রথম পেজ রেঙ্কে দেখানোর জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে যাতে ব্যবহারকারীরা কাক্ষিত তথ্য খুঁজে পেতে পারে। AND, OR , NOT এর সার্চকে নির্দিষ্ট করতে এটি একটি ভাল পন্থা হিসেবে কাজ করে। এই বুলিয়ান অপারেটরগুলো ব্যবহার করে আপনি সম্পৃক্ত যে কোনো সাইটের লিষ্ট পেতে পারেন। সার্চ ইঞ্জিনগুলো ভিজিটরকে কাক্ষিত তথ্য দেয়ার জন্য বিভিন্ন ভাবে এলগরিদম করে থাকে। সেই অনুসারে সার্চ ইঞ্জিন তার ফলাফল প্রদর্শন করে।
  • SERP 
এর পূর্ণনাম হল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ(Search Engine Results Page). আপনি সার্চ ইঞ্জিনে কোন কীওয়ার্ড সার্চ করার পর যে পেজটি পাবেন তা হল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এতে সার্চ করা কীওয়ার্ড সম্পর্কিত ওয়েবসাইটের শিরোনাম, দুই থেকে তিন লাইনের বর্ণনা এবং ওয়েবসাইটের লিঙ্ক দেয়া থাকে। বিভিন্ন সার্চ ইঞ্জিনের এই পেজটি বিভিন্ন রকম হতে পারে। কিন্তু লে-আউট ঠিক একই রকম। এতে “এডভান্স সার্চ” নামের অপশন থাকতে পারে। এটি ব্যবহার করে ভিজিটর আরো কাক্ষিত তথ্য পেতে পারে।
তাহলে আজাকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে ভাল থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।সবাইকে ধন্যবাদ ভাল থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন ফেসবুকে আমি 



আপনার ওয়েবসাইটিকে সার্চ ইঞ্জিনে প্রথম অবস্থানে দেখতে চান ? আপনার ওয়েবসাইটিকে সার্চ ইঞ্জিনে প্রথম অবস্থানে দেখতে চান ? Reviewed by Unknown on 10:49 Rating: 5

Geen opmerkings nie:

Aangedryf deur Blogger.