Pen Drive এ নিজের ছবি দিন এখুনি

Pen Drive এ নিজের ছবি দিয়ে বন্ধুদের তাক লাগিয়ে দিন ।
যা যা লাগবে-

  1.  অবশ্যই একটা পেন ড্রাইভ। অবশ্য হা্র্ড ড্রাইভের আইকন ও এভাবে পরিবর্তন করা যাবে।
  2.  আপনার ছবির আইকন ফরম্যাট। অবশ্যই .ico টাইপ ছবি হতে হবে। ছবিকে আইকন বানাতে যে কোন একটি  পদ্ধতি ব্যবহার করুন- this software  অথবা Online Icon Converter.
  3. একটি অটোরান ফাইল।

এবার শুরু করুন-
  1. প্রথমেই  Pen Drive টি আপনার পিসিতে ইনসার্ট করুন।
  2. তারপর pen drive এর ভিতরে যান My Computer থেকে।
  3. এবার একটি নোটপ্যাট ফাইল তৈরী করুন Pen Drive এর ভিতরে। (রাইট ক্লিক করলেই টেক্সট  ডকুমেন্ট বা নোট প্যাডের অপশন দেখতে পাবেন)
  4. এবার নিচের কোডটি হুবহু কপি পেস্ট করুন আপনার তৈরী নোটপ্যাড ডকুমেন্টে-
[Autorun]
Label=Marks
Icon=yourname.ico
এবার ফাইলটি Save করুন Autorun.inf নামে।
এখানে ল্যাবেলে আপনার পেন ড্রাইভের নাম দিন। আইকন এ আপনার ইমেজের নাম দিন। ইমেজের নামের পর অবশ্যই
.ico লিখে দিবেন। আর পেন ড্রাইভে অবশ্যই আইকন ইমেজটি থাকতে হবে। পেন ড্রাইভে কিন্তু ইমেজের শেষে .ico
লেখার দরকার নেই। এটা লিখবেন শুধু অটোরান ফাইলের ভিতর।
সব শেষে পেন ড্রাইভ টি বের করে আবার লাগান। কাজ শেষ। এবার থেকে ছবি শো করবে।
অনেকে এটা করতে পারে না। না হবার কারণ-
  • Autorun File টি ঠিক মত Save  না করা বা কোড কপি করতে ভুল করা।
  • আইকন ইমেজ এ কোন প্রকার সমস্যা হলে। ঠিক মত আইকন ইমেজ না বানাতে পারলে।
বি:দ্র: ভাইরাস অটোরান ফাইলকে নষ্ট করে ফেলে। এছাড়া আপনি নিজে যদি নতুন কোন সমস্যা তৈরী করে থাকেন তাহলে সত্যি বলছি আমার কিছু করার নাই ।



 





Pen Drive এ নিজের ছবি দিন এখুনি Pen Drive এ নিজের ছবি দিন এখুনি Reviewed by Anoniem on 05:15 Rating: 5

Geen opmerkings nie:

Aangedryf deur Blogger.