যে কোন কিছু সার্চ করুন আরো সহজে ও দ্রুত
ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল সাধারনত গুগল সার্চ দিয়া আমরা খোজাখুজির কাজটাই বেশি করি । তবে কিছু ট্রিক্স জানা থাকলে একে আরো নানা কাজে ব্যবহার করা যায় ।
১. নির্দিষ্ট ফাইল সার্চ
বিভিন্ন ফাইল শেয়ারিং সাইটে সাধারনত সার্চ ইঞ্জিন থাকেনা । গুগল দিয়ে সেসব সাইটের ফাইল খুব সহজে সার্চ করতে পারবেন ।
মিডিয়াফায়ারের ফাইল সার্চ দিতে চাইলে প্রথম লিখুন Site:Mediafire.com , তারপর স্পেস দিয়ে ফাইল টাইপের নাম লিখুন ( যেমন;mp3,zip ইত্যাদি)(একাধিক টাইপের ফাইল সার্চ করতে চাইলে নিচের উদাহরন দেখুন) স্পেস দিয়ে যা সার্চ করতে চান তা লিখুন।
ধরি আপনি মিডিয়াফায়ার থেকে আর্টসেলের গান সার্চ করতে চাচ্ছেন তাহলে লিখবেন,
Site:mediafire.com Mp3|wma|aac|wav “artcell
এভাবে যদি ভিডিও সার্চ করতে চান তাহলে ফাইল টাইপের জায়গায় লিখবেন,
asf|rm|avi|mp4|wmv|flv
জিপ ফাইল সার্চ করতে চাইলে,
zip|rar|7zip|tar
এপ্লিকেসনের জন্য লিখবেন,
exe
আর ইবুক এর জন্য লিখবেন,
২. নির্দিষ্ট গান সার্চ
গুগল সার্চ দিয়ে চাইলে বিভিন্ন ওয়েব সাইটের ইনডেক্স থেকে গান ডাউনলোড করতে পারবেন। এজন্য সার্চের শুরুতে লিখবেন intitle:”index.of” তারপর ফাইল টাইপের নাম লিখবেন স্পেস গানের / ব্যান্ডের/ শিল্পীর নাম লিখবেন । ধরি আপনি শিরনামহীনের গান ডাউনলোড করতে চাচ্ছেন তাহলে লিখবেন
, intitle:”index.of”(mp3|mp4|avi) “shironamhin”
৩. ইবুক সার্চ
গুগল দিয়ে ইবুক সার্চ করাও খুব সহজ। ইবুক সার্চের জন্য প্রথম বইয়ের নাম লিখুন তারপর স্পেস দিয়ে filetype:pdf লিখুন,
উদাহরন স্বরুপ; himu filetype:pdf এভাবে সার্চ দিলে বিভিন্ন সাইটে থাকা ইবুকগুলো সহজেই খুজে পাবেন।
৪. সিরিয়াল কি সার্চ
নেট থেকে কোনো ফ্রি সফটয়্যার ডাউনলোড করলে অনেক সময়ই দেখা যায় তা ট্রায়াল ভার্শন থাকে । ডাউনলোড করা সফটওয়্যারটি এক্টিভেট রাখতে হলে প্রয়োজন পরে সিরিয়াল কি’র । গুগল দিয়ে এই সিরিয়াল কি খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। সিরিয়াল কি’র জন্য সার্চের শুরুতে 94fbr কোডটি লিখুন স্পেস দিয়ে যে সফটয়্যারটির সিরিয়াল কি চান তার নাম লিখুন। উদাহরন স্বরুপ; 94fbr avast
৫. ক্রেক, কিজেন সার্চ
অনেক সময় সফটওয়্যার এর সিরিয়াল কি খুঁজে পাওয়া যায় না । তখন ক্রেক বা কিজেনের প্রয়োজন পরে । গুগল সার্চ দিয়ে ক্রেক বা কিজেনও খুঁজে পেতে পারেন খুব সাধারন পদ্ধতি অনুসরন করে । এজন্য প্রথমে যে সফটয়্যারের ক্রেক চান তার নাম লিখুন তারপর স্পেস দিয়ে FBR94 কোডটি লিখুন। উদাহরনস্বরুপ; avast FBR94
৬. গুগলে অনেক সময় কোনো কিছু সার্চ দিলে উপযুক্ত রেজাল্ট পাওয়া যায় না ।এমন অবস্থায় পড়লে Advanced Search এ ক্লিক করতে পারেন (গুগলের সার্চ বক্সের পাশেই ছোট করে লেখা) । সেখান থেকে আপনি আপনার সার্চকে নিয়ন্ত্রিত করে উপযুক্ত রেজাল্ট পেতে পারবেন ।
যে কোন কিছু সার্চ করুন আরো সহজে ও দ্রুত
Reviewed by sohel
on
11:44
Rating:
Geen opmerkings nie: